ঝোলা ভর্তি অশিক্ষা
ঝোলা ভর্তি অশিক্ষা
1 min
2.0K
ব্যাগ ভর্তি বই,
বই ভর্তি শিক্ষা,
শিক্ষার ভারে নুব্জ শৈশব
প্রকৃত শিক্ষার অভাব!
মানদণ্ডের বিচারে
অর্থ দিয়ে শিক্ষা কেনে,
একটি বইয়ে রয়েছে জ্ঞান
গাছ লাগান প্রাণ বাঁচান।