STORYMIRROR

Silvia Ghosh

Drama

4.8  

Silvia Ghosh

Drama

স্মৃতির শৈশব

স্মৃতির শৈশব

1 min
2.5K


হাঁড়িচাছার গুপ গুপে দুপুরে

যখন হঠাৎ রেলগাড়ির ঐ বাঁশি বাজে

মন যে তখন এক ছুটেতে

দৌড় দেয় সেই ফেলে আসা স্মৃতির শৈশবেতে


গরমের ছুটির দুপুর গুলো

মামা বাড়ির পুকুর সে জেনো

টুবুল, হাবুল আর আমি তখনও

সাঁতার শেখার ছলেও আনন্দ


চোখ বন্ধ কান বন্ধ

ডুব দিতেও দ্বিধা দ্বন্দ্ব

সাঁতার শেখার অন্য ছন্দ

মনটা কেবল স্বপ্ন স্বপ্ন


সাঁতরে চলেছি এ জীবন সংসার

বয়ে চলেছি জীবন তরী সম্ভার

মনে পড়ে দুরন্ত শৈশব বারংবার

গ্রীষ্মের দুপুর, মামা বাড়ি এসব সবার


Rate this content
Log in

Similar bengali poem from Drama