মুঠোবন্দী সময়
মুঠোবন্দী সময়


বদলে যায় পটভূমি, বদলে যায় সীমানা
পাখির মতোন উড়তে থাকে ফেলে আসা স্মৃতিরা
ফিরে পেতে চাইছে মন, একলা শহর বৃষ্টি যখন
মুঠো বন্দী করতে চাই শৈশব, অতীতের মন
বালিঘড়ির মতোন ঝরে যায় সময়, অতীত ফেরে না তেমন
বদলে যায় পটভূমি, বদলে যায় সীমানা
পাখির মতোন উড়তে থাকে ফেলে আসা স্মৃতিরা
ফিরে পেতে চাইছে মন, একলা শহর বৃষ্টি যখন
মুঠো বন্দী করতে চাই শৈশব, অতীতের মন
বালিঘড়ির মতোন ঝরে যায় সময়, অতীত ফেরে না তেমন