তোকে ছোঁয়ার নেশা
তোকে ছোঁয়ার নেশা

1 min

2.6K
নেশা আমায় বশ করেছে
কেমন যেন গুণ করেছে
তুকতাক তার কাজে লেগেছে
নেশা আমায় দাস বানিয়েছে !
তোর ছবি যে চক্ষে ভাসে
নেশাকে তাই টেনেছি কোলে
ভুলতে চেয়েও পারিনি ভুলতে
তোর শরীরের গন্ধ আজও লেগে
ভালো মন্দের হিসেব কষে
তোর কাছেতে গেলাম যবে
সুযোগ বুঝে তুইও শেষে
ল্যাংটি কেমন দিলি জোরসে...
সেই থেকে যে বন্ধু হলো
শারব আমার সঙ্গী হলো
কুছ তো লোগ বলেই গেলো
তোর ছোঁয়াতে ই নেশা হতো