STORYMIRROR

Subrata Nandi

Classics

2  

Subrata Nandi

Classics

ঈর্ষার অনুভবে কী লাভ

ঈর্ষার অনুভবে কী লাভ

1 min
493


নিবিড় সাহচর্যে উন্মুখ আবেগী ভাবনা,

নিজেকে সুরক্ষার কবচে পরিবেশে খাপ খাইয়ে নেওয়া,

অথবা বাঁচিয়ে চলার কৌশলে অপরের অবলম্বন খোঁজা;

সর্বক্ষেত্রে নিজের শ্রেষ্ঠত্ব অর্জনে অপরের সর্বনাশ।


ঈর্ষান্বিত মনে সংশয়ের আকাশ,

এই বুঝি অন্যের জয়যাত্রা! ভালোমন্দ সবটাই চৌহদ্দির বাইরে;

অনুভবে কী দেখেছ ঈর্ষায় সর্বনাশ ছাড়া কিছুই জোটে না অবশেষে;

কোনোদিন ভেবেছ কী ঈর্ষায় নিজেকেই জ্বলেপুড়ে মরতে হ'বে শেষাংশে!


নিজের অগস্ত্য যাত্রায় অন্যের ধ্বংসাত্মক চিন্তায় কী লাভ?

ভালোর বাতাবরণে এগিয়ে দেখো, বিয়োগের কারাবন্দী হবে না কখনও।


Rate this content
Log in

Similar bengali poem from Classics