ঈর্ষার অনুভবে কী লাভ
ঈর্ষার অনুভবে কী লাভ


নিবিড় সাহচর্যে উন্মুখ আবেগী ভাবনা,
নিজেকে সুরক্ষার কবচে পরিবেশে খাপ খাইয়ে নেওয়া,
অথবা বাঁচিয়ে চলার কৌশলে অপরের অবলম্বন খোঁজা;
সর্বক্ষেত্রে নিজের শ্রেষ্ঠত্ব অর্জনে অপরের সর্বনাশ।
ঈর্ষান্বিত মনে সংশয়ের আকাশ,
এই বুঝি অন্যের জয়যাত্রা! ভালোমন্দ সবটাই চৌহদ্দির বাইরে;
অনুভবে কী দেখেছ ঈর্ষায় সর্বনাশ ছাড়া কিছুই জোটে না অবশেষে;
কোনোদিন ভেবেছ কী ঈর্ষায় নিজেকেই জ্বলেপুড়ে মরতে হ'বে শেষাংশে!
নিজের অগস্ত্য যাত্রায় অন্যের ধ্বংসাত্মক চিন্তায় কী লাভ?
ভালোর বাতাবরণে এগিয়ে দেখো, বিয়োগের কারাবন্দী হবে না কখনও।