II মেঘের চিঠি II
II মেঘের চিঠি II


পেলাম মেঘের চিঠি,
তোমার বর্ষা ভেজা হাসি,
সৌদামিনীর চঞ্চলতা কৃষ্ণ মেঘের খামে।
ভিজে মাটির গন্ধে মাখা তোমার এলো চুল!
পূর্ন চন্দ্র রূপ তোমার খোঁপায় সাঁঝের ফুল।
এলোমেলো বাতাস এলো,
মলহার তার রাগ শোনালো,
আমায় ছুঁলো তোমার অঝোর মন।
তোমার সাথে মিলন মাঝে সাক্ষী একলা বন।
ইতি
মেঘলা মন