ইচ্ছের মুক্তি
ইচ্ছের মুক্তি


'ইচ্ছে', তোমায় দিলেম ছুটি।
হিসেব মাপা বাস্তবের ভ্রূকুটি,
আর ত্বত্ত ঘেরা কারাগার,
ভেঙে মুক্ত হোক প্রথম মনুষত্ব আবার।
সত্যের চেয়েও যা পুরাতন,
ধর্মের চেয়েও যা সনাতন,
সেই অনন্তের পথে দিও পারি।
যেখানে, 'ইচ্ছে' তুমি নিজেই নিজের কান্ডারী।
সে পথ মানেনা নিয়মের বাঁধন,
বা শাস্ত্র নিয়ে খেলা মিথ্যে প্রহসন।
কালের শেষ প্রহরে আজ, তাই তোমার অভিযান,
ভেঙে ফেলে প্রাচীর, গড়তে নতুন সোপান।