ইছামতী
ইছামতী
যাবি নাকি আমার সাথে ইছামতির দেশ
তোর চুলেতে গেঁথে দেব আলোকমালার বেশ।
রাত বিরেতে ঢেউয়ের তালে লাগিয়ে দেবে নেশা
তুই আর আমি পাশাপাশি আবেগ ঘন মেশা।
ভালোবাসার জন্ম হবে আবার আরেকবার
তোকে নিয়ে ভেসেই যাবো তিন মোহনার পার।
এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার জল
ভাবনা গুলো ভাবতে বসে মনখারাপের ঢল।
মাছরাঙাদের দ্বীপে গিয়ে বানিয়ে নেবো বাসা
হোগলা পাতার দেওয়াল দিয়ে বাসা হবে খাসা।
যাবি নাকি আমার সাথে ইছামতির দেশ
তোর শরীরে খুশির জোয়ার ভালোবাসার রেশ।
ঝুপ ঝুপ ঝুপ সন্ধ্যে নামবে ইচ্ছে নদীর তীরে
আমরা দুজন একলা হবো অন্যজনের ভিড়ে।
অনুভবের অনুক্ষনে আগল ভাঙা চাওয়া
নীরবতার সজীবতায় সত্যিকারের পাওয়া।
ইচ্ছেগুলো চান্দ্রপথে হাঁটবে হাতটি ধরে
ভীষণ ভীষণ বাসবো ভালো তোমার সুখের পরে।
স্বপ্ন নাকি সত্যি ছোঁয়া ভাবতে বসে মন
আকুলতার আলিঙ্গনে কেটেই যাবে ক্ষন।
যাবি নাকি আমার সাথে ইছামতির দেশ
থাকবে না আর হৃদয় মাঝে মনখারাপের লেস।