ইচ্ছের বন্ধনী
ইচ্ছের বন্ধনী


ইচ্ছে তোমার,
আমি তোমার খুব কাছা কাছি থাকি
মিটিয়ে আমার সব ধার দেনা বাকি ।
দু হাতের আঁকি বুঁকি রেখার দাগে
ভাগ্যের বিপর্যয় যেন বলে না ডাকি ।
শীতের রাতে,
চাঁদের আগুনে রুটি সেঁকি আর বেগুন পোড়ায়
ভালোবাসার লঙ্কা কুঁচির ঝালে ঠোঁট পোড়ায় ।
এক চাদরের তলায়,
এক দুজনের সাথে ঘুমিয়ে পড়ি;
দুচোখে আকাশ হৃদয়ের বিস্তারে
নিঃশ্বাসের ভেতর সংসার করি ।
ইচ্ছে তোমার,
থাকুক শরীর অবাধে মাখুক ঠোঁটের স্বাদে
কাটুক জীবন হৃদয়পারে যতোটা সময় বাকি ।
যদিও সাত ধ্বনি
ততোটায় সঙ্গীত যতোটা হৃদয় বাকি ।