ইচ্ছেডানা
ইচ্ছেডানা
চলমানতায় জীবন, স্থবিরতা মৃত্যুসম।
প্রতিবন্ধকতার সোপান ভাঙা শিখরসম।
অনাবৃত হিমশৈল সমস্যার প্রতিচ্ছবি,
জীবন যন্ত্রণা অকবির বিমূর্ত ছায়াছবি।
জন্ম থেকেই ওড়ার বাসনা বিস্তৃত মানব জাতির,
সমস্যার ফানুস উড়িয়ে নব জন্ম বাহন গতির।
অরুণসম জীবন তিমিরসম চাওয়া পাওয়া,
স্মৃতির সরণি বেয়ে জীবনের গান গাওয়া।
সংকল্পের সাধনায় মগ্ন সজল দুটি নয়ন,
নিত্য দিনের কাজের মাঝে সদা স্বপ্ন বয়ন।
আকাশে ওড়ার সাধ্যের চেয়ে স্বপ্নটাই দামি,
জীবন বোধের শিক্ষা থেকে জীবন অভিমানী।
কল্পনার সব রং শুধুই নয় অবাস্তব কাল্পনিক,
কল্পনাকে সম্মান দাও, জেদটা হোক সাম্মানিক।
উড়তে থাকার ডানা জোড়া সর্বক্ষণের সাথী,
জন্ম থেকেই উড়তে দাও, জ্বালিয়ে রাখো জীবন বাতি।
জয় মাল্য , বিজয় টিকা বাহন ইচ্ছেডানা,
বিজয় রথ উদ্দাম গতি, সফল ষোলো আনা।