ইচ্ছার বিসর্জন
ইচ্ছার বিসর্জন


চাই সেই ইচ্ছার বিসর্জন
যে ইচ্ছায় একজন মানুষ,
ধর্ষণ ঘটায়।
চাই সেই ইচ্ছার বিসর্জন
যে ইচ্ছায় খাঁটি ভালোবাসার,
পরিবর্তে একজন মানুষ
করে শুধু অভিনয়।
চাই সেই ইচ্ছার বিসর্জন
যে ইচ্ছায় শুধুমাত্র পড়া না পারায়,
ছাত্র ছাত্রীদের মেরে শিক্ষক শিক্ষিকারা
হাসপাতালে পাঠায়।
চাই সেই ইচ্ছার বিসর্জন
যে ইচ্ছায় একজন মিথ্যা
প্রতিশ্রুতির বন্যা বইয়ে,
শুধু গদি পেতে চায়।
চাই সেই ইচ্ছার বিসর্জন
যে ইচ্ছায় একজন মানুষ,
মেতে ওঠে সাম্প্রদায়িক দাঙ্গায়।
চাই সেই ইচ্ছার বিসর্জন
যে ইচ্ছায় একজন ধনী মানুষ,
গরিবকে রাখতে চায়
তার পায়ের তলায়।
চাই না সেই ইচ্ছার বিসর্জন
যে ইচ্ছায় আমরা গড়ে তুলতে পারি
এক সুস্থ সমাজ,
থাকি তারই অপেক্ষায়।