হ্যামলিনের বাঁশিওয়ালা
হ্যামলিনের বাঁশিওয়ালা


আমি তো যাব না বলেছিলাম, তুমিই
আঙুল ধরে বোঝালে, প্রেমের পরিধি
মাপবে নদীছায়ায় : কাঁধে কাঁধ রেখে
নিজস্ব বিকেল
এভাবে বাঁশি বাজাই, তুমি সে সুরের
মধ্যে কথা সেলাই কর, বলে ডানা ভাসালে নির্মেঘ।
আমার পালক ভারী তাই পা ভেজানো মাত্র তুমি
বললে : বিদায় !
এমন আকাশ-পাতাল তফাতে ভালবাসা হয়?
আমি বললাম : তবে যে জলে নামলাম তোমার
কথা শুনে? নদীজল বিষাদজল শান্তসলিল
কুটো ভাঙল, সোহাগপাথরে, অথচ
স্ফটিক পাথর আমার, অটুট, ভালবাসাময়।হাসি চাপছ তুমি, থুতু ছেটান হাসি ---
বললে, 'নৈবেদ্য ভাব তবে;
প্রণিধানযোগ্য হোক এসব পাথর
দুঃখস্মৃতি,বিশ্বাসঘাতক স্মৃতি, গুহ্যস্মৃতিবুকে।'