STORYMIRROR

Sipra Debnath

Tragedy Action Inspirational

3  

Sipra Debnath

Tragedy Action Inspirational

হয় হোক

হয় হোক

1 min
146


এ ঝড় সে ঝড় নয় 

মনের ঝড় হৃদয়ে আটকে থাকা ঝড়

প্রলয় ডাকলে ডাকতেও পারে

বাঁধন কাটার সম্ভাবনা যথেষ্ট।


আগেও এসেছিল ঝড়

সামলে উঠেছিলাম

কিন্তু এ ঝড় অন্যরকম

একেবারে নিশ্চুপ।


নিস্তব্ধতার ঝড় বুকের ভেতরটা 

দুমড়ে মুচড়ে তছনছ করে দিচ্ছে

হৃদয় ফালাফালা করে চৌচির করে

আনন্দ উপভোগ ব্যস্ত।


ঝড়ের তাণ্ডব তো কতরকমের হয়

এ তাণ্ডব মন ভেঙ্গে খান খান করে দেবার উল্লাস

হ্যাঁ, এ ঝড়ে বুকের পাঁজর ভাঙ্গে

বর্তমান ভবিষ্যত সব ছারখার হয়।


ঝড়ের পর নাকি ভালো কিছু হয়?

তাই কি? কি জানি আর কি ভালো হবার বাকি আছে?

কারো যদি এতটুকুও ভালো হয় 

তবে হয় হোক এ ঝড়ে আমার দুনিয়া ছারখার।




Rate this content
Log in

Similar bengali poem from Tragedy