হঠাৎ মুখোমুখি
হঠাৎ মুখোমুখি


ব্যাস্ত জনপথের, ধোঁয়াশায় মোড়া এই সন্ধ্যায়,
এই হঠাৎ মুখোমুখি হওয়া,
যেন কি কঠিন পরিহাস।
সেই ফেলে আসা অধ্যায়ের,
কিছু আঁচড় কেটে যাওয়া পাতা,
আজও তো আটকে আছে,
তোমার, আমার প্রতিশ্রুতির ভারে।
এলোমেলো স্বপ্নগুলো,
বইয়ের ভাঁজে লুকিয়ে রাখা,
সেই অনেক না বলা কথার সাক্ষী,
গোলাপটার মতোই, এখন প্রাণহীন অতীত।
তবুও মুখোমুখি দুটো মুখে,
সেই পুরোনো হাসি ধরে রাখার ক্লান্ত চেষ্টা,
যেন, আঙুলের ডগায় লেগে থাকা,
বাসি ভালোবাসার গন্ধ।
ভারী ফ্রেমের এপারে থাকা চোখদুটো,
বয়সের আস্তরণে কিছুটা ঝাপসা এখন।
তবুও, তোমার ঐ কাজল কালো চোখের গভীরতা,
এখনোও , মাপতে পারি বেশ।
এইযে পুরোনো অভ্যাসের বসে,
হঠাৎ,দুজনের দুজনকে ছুঁয়ে দেখার চেষ্টাটা,
তা কি সত্যিই অনৈতিক ? অশ্লীল ?
নাকি নেহাত বুড়ো বয়সের ছেলেমানুষি ?
প্রশ্নগুলো হয়তো জেগেছিলো তোমার মনেও।
তাই অবচেতনে বাড়িয়ে দেওয়া হাত,
ফিরিয়ে নিয়েছিলে সচেতন ভাবে।
মনে মনে খুঁজে নিয়েছিলে উত্তর।
আর পরিচিতি থেকে, অপরিচিতির সেই মুহূর্তে,
আবার হারিয়ে গেছিলাম আমরা, প্রতীক্ষার পথে।