STORYMIRROR

Anindya Biswas

Romance

3  

Anindya Biswas

Romance

হটাৎ সন্ধ্যে

হটাৎ সন্ধ্যে

1 min
176

ধরো; 

হঠাৎ যদি আবার একদিন সেই সন্ধ্যে হয়;

তোমার আমার; গলির মোড়ে; আবার দেখা হয়;

চোখে চোখ রেখে; হঠাৎ চোখের যদি থামতে ইচ্ছে হয়;

ভেবে রেখেছ কি; কি বলবে তখন আবার?

ধরো;

সেই সন্ধ্যায়; হঠাৎ যদি নামে; ঝমঝমিয়ে বৃষ্টি;

হতচ্ছাড়া দুষ্টু কালো মেঘ; করে বিদ্যুতের অনাসৃষ্টি ;

জড়িয়ে ধরবে না তো হঠাৎ; তোমার যে গর্জনে ভীষণ ভয়,

কিন্তু তা বলে ;ভুল করে ;দেখো; কাছে টানবে না তো আবার?

ধরো;

সেই বৃষ্টিতে ভিজে; দুজনেই যদি খুঁজি; কিছুক্ষণের মাথাগোঁজার চাতাল;

হয়ে যাই যদি তখন দুজনে; বৃষ্টি ভেজা মাটির গন্ধে মাতাল;

কিন্তু ; দুজনের ঠোঁট; না যেন পায় তখন;কাছে আসার অভয়;

সেই মাদকতায় হারানোর ইচ্ছা; না যেন জাগে আবার;

কারণ;

 সেই সন্ধ্যে হয় ; সেই বৃষ্টি ভেজা সন্ধেটাই যেন;

তোমার আমার; গলির মোড়ে; শেষ দেখা হয়।



Rate this content
Log in

Similar bengali poem from Romance