হরিনি বালিকা
হরিনি বালিকা


হঠাৎ কলকাতার আকাশে নিম্নচাপ।
কালো মেঘের বনে বিদুৎ ,
যেন শিকারীর তীর, ধাইছে লক্ষে ।
সিক্ত নগরীতে দাড়িয়ে দেখেছিলাম,
এক হরিণী বালিকাকে,
এক রুগ্ন গলির নিয়ন্ আলোর নীচে।
ঘর ছেড়ে বেরিয়েছেড়ে সে সবার অলক্ষ্যে ।
উত্থিত হাতে , যেন আলিঙ্গন বাঁধতে চায় গোটা আকাশটাকে।
তার ছোট্ট অবয়ব যেন একটা গোটা ফুসফুস ,
হাসি আর পানে ঠাসা।
নেচে, হেসে ,ঘুরে ঘুরে, তাল তুলে যেন জীবন ছড়াছছিল মৃত গলিটাতে।
আমি স্হির নয়নে দেখেছি তাকে।
তারপর কলকাতায় এসেছে কত নিম্নচাপ ।
কত রাত বর্ষায়, অপেক্ষা করেছি সেই অন্ধ গলিতে, এক হাঁটু জল।
সেই হরিণী বালিকাকে, আমি পাইনি খুঁজে।
হয়তো কলকাতার অন্য কোন গলিতে, এখন, সে প্রান ছড়াচ্ছে দুহাতে ।