হৃদয় রেখা
হৃদয় রেখা


যখন তুমি ভালোবাসো
গজ দাঁতেতে মুক্তো হাসো,
আমার জীবন ওলটপালট
অভিমানের রাগ কপট,
সব ধুয়ে যায় সাবান ফেনায়
তোমার লম্বা চুলগন্ধী হেনায়,
আশায় আশায় দিন গোনা
প্রেমিকা হয়ে বলবে, 'সোনা'!
কখন তুমি আবার আসো
জড়িয়ে আমায় ভালোবাসো।
যখন ভালোবাসায় ভাসি
দীঘল তোমার মুক্তো হাসি,
কোথায় কাশি কোথায় জ্বর
হাসপাতালের বিছানায় স্বপ্নে বাঁধা ঘর,
সিলিং ফ্যানের হাওয়ায় ওড়ে
ভুল বকে যাই জ্বরের ঘোরে,
তোমার পায়ের শব্দ শোনা
প্রেমিক আমি তোমার 'সোনা'!
যদি তুমি আবার আসো
যদি আবার তেমন ভালোবাসো।