হলুদ ইমোটিকন
হলুদ ইমোটিকন
1 min
85
মুহূর্তরা মাপছে জল,
এলো বুঝি ওই নেটিজেনদের দল।
মেকি হাসি চাপা দ্বেষ,
এই নিয়ে আছি বেশ।
শোক অভিমান ভালোবাসা
আর ছাপ ফেলে না মনে,
অনুভূতিরা বন্দী আজ
হলুদ ইমোটিকনে।