হে সমাজ
হে সমাজ
হে সমাজ, আমি আপনার আশ্রয় চাই না
আপনার নিয়ম এবং নিয়মাবলী আমাকে ছেড়ে যায়
আপনার বিচার ও নিন্দা আমাকে বিবাদে পূর্ণ করেছে
আমি প্রায়ই অপ্রয়োজনীয়, অজ্ঞান বিবাদে ভুগেছি
আমার কাটিয়ে ওঠার স্বপ্ন বাধা এবং ভ্রুকুটির মুখোমুখি হয়েছে
মানুষ এবং জায়গা থেকে, আমার গলার চারপাশে ফাঁস শক্ত করে
আপনি আমাকে মানতে বলছেন, কিন্তু আমি শুনব না
আমি আপনার প্রত্যাশার ওজন থেকে মুক্ত হতে চাই
আমার জীবনকে নির্দেশ করার জন্য আপনি যে আইন তৈরি করেছেন তা আমাকে আবদ্ধ রাখে
এবং ভ্রুকুটি হওয়ার ভয়ে আমি নিজেই আমার সত্য নই
আপনার অপরাধ বা আপনার প্রত্যাশা আর নয় আমি আমার হতে চাই, আপনার বিভ্রান্তি ছাড়াই
আমি স্থিতাবস্থার বিরুদ্ধে আমার লড়াইয়ে অটুট থাকব
আর আমি আপনা-আপনি এগোবো, তোমার আশ্রয় থেকে মুক্ত হবো, যাবো।
