হাসপাতালে মজা
হাসপাতালে মজা
টেবিলে সাজানো ফলমূল ফ্রুট জুস
দেখতে আসে সবাই হয় যে মন খুস
বেডে পড়ে থাকা খুবই গো বোরিং
কাজ কিছু নেই শুধুই স্লিপিং স্লিপিং
মনে হয় গো আমি যেন কিছু একটা
তাই তো আমায় দেখতে আসে সব কটা
সবাই শোনে যে তখন আমার কথা
তবুও কি ভালো লাগে থাকতে হেথা?
