STORYMIRROR

Subrata Nandi

Fantasy

1  

Subrata Nandi

Fantasy

হাগ ডে

হাগ ডে

1 min
325

ভোরের আলোয় পরিস্ফুট বিবর্তনের লালিমা,

নরম রোদের মাঝে উন্মেষ অপ্রকাশিত শপথ,

ছুঁয়ে দেখার উদগ্রীবতা আনমনে বারংবার,

সন্ধানী চোখে অজান্তেই উৎকণ্ঠাজনিত কথকতা,

পলাশে রাঙা হতে চায় বিবর্ণ বিষাদিত মন,

রৌদ্রোজ্জ্বল দুপুরে বহমান হালকা উত্তেজনাপূর্ণ মুহূর্ত, 

উথালপাথাল মনে সংশয়ের মেঘাচ্ছন্ন আকাশ,

সুধার সন্ধানে এগিয়ে চলি এইভাবেই -

অনতিক্রম্য পথের পাঁচালি সম্মুখে দাঁড়িয়ে, 

অমোঘ আকর্ষণের বৃত্তরেখায় সংকল্পের দলিলপত্র,

স্পর্শ পেতে চায় আমার অনুভবের আশকারারা,

এগিয়ে চলি সন্নিবিষ্ট মনে, তোমাকে আপন করে নিতে,

অবশেষে আলিঙ্গনে খুঁজে পাই অনাবিল তৃপ্তি!

মধুর সময় কাটানোর মাঝে ঋণী হই অন্তরাত্মার সঙ্গমে।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy