STORYMIRROR

Priyanka Bhuiya

Classics

5.0  

Priyanka Bhuiya

Classics

হাগ ডে (স্পর্শ অনুরাগ)

হাগ ডে (স্পর্শ অনুরাগ)

1 min
407


স্পর্শদোষে নয়, বরং একমুঠো স্পর্শ অনুরাগে

অঙ্গ সুষমায় মিলেমিশে যাক দু'টি আবেগী মন;

দুই হৃদয়ের স্পন্দন একাকার হোক অগোচরেই,

বুকের মাঝে জাপটে ধরেই প্রশমিত হয়ে উঠুক

অসমাপ্ত আলিঙ্গনে লেগে থাকা তীব্র ব্যথামধু;

ফাগুনের ঘ্রাণে বসন্ত সমারোহের উষ্ণ আবেশে

সোহাগের আহ্লাদ মাখা নেশাতুর চোখের চাহনি।


ভালোবাসার আদুরে খাম আজও বকুলের গন্ধ মাখে,

টুকরো অভ্যাস মনঘরে অন্তরঙ্গতার আলপনা আঁকে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics