গ্রিটিংস কার্ড
গ্রিটিংস কার্ড
নতুন বছরের সকালে
দিন শুরুর মুহূর্তে দিতে চাই
তোমাকে নিজের হাতে লেখা শুভেচ্ছা,
তাই এই চিঠিতে করছি দান।
নতুন স্বপ্নে হারানো এই দিনে
কাটুক রাত্রি স্মৃতির সোনার স্পর্শে
সুখ, হাসি আর প্রেমের ছোঁয়ায়
ভেসে যাক আমাদের স্বপ্নিল প্রাণ।
