গ্রীষ্মের এক দিন
গ্রীষ্মের এক দিন
প্রকৃতি তার নিয়ম মতো বসন্তেরই শেষে,
প্রখর গ্রীষ্মে মহা সমাদরে এনেছে আমার দেশে।
চড়া রোদ্দুর, নির্জন দুপুর, বৈশাখী ঝড় সাঁঝে;
রুষ্ট প্রকৃতি রুদ্র নৃত্যে মেতে ওঠে মাঝে মাঝে।
ফেটে গেছে মাটি, শুকিয়েছে নদী, ছাতি ফাটে পিপাসায়;
তৃষ্ঞার্ত প্রাণিকুল, তপ্ত বাঁধন ছেড়ে খোঁজে নীড়, আশ্রয়।
বৃহৎ বৃক্ষের ছায়াতলে বসে পরিশ্রান্ত চাষী,
ঘর্মাক্ত দেহে মৃদু বায়ের ছোঁয়া, ঠোঁটের কোণে হাসি।
ঘাসের বুকের সবুজ শান্তি হলুদ বরণে নত,
পিপাসার্ত পক্ষীকুল জল খুঁজে বিব্রত।
মহীরুহের শাখায় কাঁপে দামাল হাওয়ার ভয়ে,
আম কুড়োনোর আনন্দে মাতে কিশোর খালি পায়ে।
ঝড়ের সাথে উথাল বৃষ্টি ভিজিয়ে দিলো শরীর,
শান্ত শীতল সন্ধ্যাকালে ভাঙলো তাপের প্রাচীর।
তারার হাসি বিরাজ করে আঁধার কালে নভে,
দিবস কালের যন্ত্রনা শেষে আরাম মেলে ভবে।
