STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

হিংস্র দানব

হিংস্র দানব

1 min
379

এই পৃথিবীতে বহুদিন ধরেই বুকের মধ্যে একটা রাক্ষস পুষছে বহু মানুষ 

তাদের নেই মস্ত চোয়াল,লম্বা নখ,লকলকে জিভ;

কিন্তু আছে পেটে আজন্মের ক্ষুধা!

তারা তাদের দিগন্ত বিস্তৃত থাবায় আগলে রেখেছে

আমাদের সমস্ত চেতনা

তাদের ধারালো দাঁতের আঁচড়ে ছিন্ন-ভিন্ন হয়ে গিয়েছে বহু সবুজ হৃদপিণ্ড,গোগ্রাসে গিলেছে আমাদের মানবিক বোধ।

ক্রমাগত শুষে নিয়েছে আনন্দে বাঁচার সবটুকু প্রাণরস।

জানিনা কেন তবুও লালন করে চলেছি আমরা সেই অন্তহীন ক্ষুধাতুর দানবটাকে,

যে কামাতুর দৃষ্টি মেলে খুঁজে ফেরে আহার অবিরল।

কোনও খাদ্যেই অরুচি নেই তার 

সদ্য বয়ঃসন্ধিতে পা রাখা কোমল কিশোরী থেকে শুরু করে

পূর্ণ প্রস্ফুটিত কোনও তন্বী তনয়া

কিংবা স্থূলকায়া রমণী!

তার তীক্ষ্ণ কামের দৃষ্টিতে এক নিমিষেই ছিঁড়ে ফেলে তার শিকারকে

নিংড়ে নেয় সবটুকু দেহরস

তার ক্ষুধা মেটাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হয় আমাকে

শনির বলয়ের মত ঘিরে থাকে সর্বদাই, আর 

মাঝে মাঝে চালায় হিংস্র তান্ডব!

মুহূর্তেই লন্ড-ভন্ড করে ফেলে সব!

একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে শান্ত ছেলের মত

তারপর আবার কখন হঠাৎ জেগে উঠে পেটে রাজ্যের ক্ষুধা নিয়ে স্বার্থপর 

দানবটা পিছু ছাড়েনা কিছুতেই

ওটার লক-লকে জিভ

পেটে আজন্মের ক্ষুধা!

জানিনা এটা কি অতৃপ্তির ফলে,

অভ্যন্তরে জন্ম নিয়েছে এরকম এক ধ্বংসাত্মক দানবিক মন।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract