জীবনের স্বপ্ন
জীবনের স্বপ্ন
হারিয়ে যেতে থাকা স্বপ্ন গুলি
ফিরে ফিরে আসছে
মূর্চ্ছিত সেই ফুলবাগিচা
গন্ধে সুগন্ধে ভরছে ।
এখন ওগো বাঁধা যে তোমার পাশে
সুখে ভরা অর্ধেক জীবন
পৃথিবীটা মনে হয়
আয়ুষ্মান, আয়ুষ্মান ।
ফুলে ফাগুন না কি ফাগুনে ফুল
কেউ যে একজন আসার আছে
সুবাসিত, সুমধুর ,সুশীতল জোছনা
আমি বিভোর ,শুধুই যে বিভোর ।
এখন একবার তো তাকাও আমার পানে
নতুন নতুন লাগছে না সবকিছু?
আসতে দাও না আমায়
নিরব নিশীথে যখন
ঝরতে থাকবে গো নীড় হারা মেঘ ।
কদম ফুলের সুগন্ধে
বাদলের ওড়না তুলে
দেখতে থাকবে ওগো চুপি চুপি চাঁদ
এইতো সেই আকাঙ্ক্ষিত বেলা
বিভোর হওয়ার ,চমকে যাওয়ার
মানুষ জনম থেকে মহা মোক্ষের দিকে
শুধু যে পা ফেলার বেলা
বিচ্ছুরিত বীজের অঙ্কুরোদগমের
আশ্বাসে ও বিশ্বাসে
ফলভর্তি ফুল ভর্তি সবুজ বনানী
মহা মোহ থেকে মহা মোক্ষ
বেলা যে শুধুই বিভোর হওয়ার
পরিপূর্ণ একটি জীবন বাঁচার ।।
