STORYMIRROR

Shwagota Sayeed

Abstract

4  

Shwagota Sayeed

Abstract

এখন আমি... আমার মতন

এখন আমি... আমার মতন

1 min
351

“এখন আমি… আমার মতন”

         স্বাগতা


আমার এই মুহূর্তটুকু

হঠাৎ সম্পূর্ণ আজ -

স্বস্তি অকস্মাৎ,

তৃপ্তি অপ্রত্যাশার,

অনেকটা পথ পেরিয়ে

ক্লান্তির ক্ষুদ্র মধুর

প্রতিদান।

ব্যস্ত দিনের শেষে

ধূমায়িত চায়ের ওপারে

গোধূলি দেখার মতন ।।


আজকে উজাড় আমি

বাধাহীন নিঃশ্বাস

শঙ্কাহীন পলক

ছন্দিত স্পন্দন।

 

সাফল্যের উচ্ছ্বাস নয়

ব্যর্থতার অসাড়তা নয়

আবেগের ঊর্ধ্বে

কর্মের যজ্ঞ নয়।


দীর্ঘ বেঁচে থাকা এই

দীর্ঘতর হতাশার আশীর্বাদ-

আজ মনের ঠোঁটে

একটুখানি শ্লেষ।

মন্দ কি!

এই তো সময়।


কোনও একদিন, আমি জানি,

কোনও না কোনও দিন

হত্যা আমায় হতেই হবে

হত্যা আমায় করতেই হবে।

তৃপ্তির রেশটুকু মাখামাখি আজ

হোক না আজই সে দিন!


কালের প্রতীক্ষার

হোক অবসান

সূত্রহীন স্বাধীন ক্ষণিক

এই মন, এই ক্ষণ

রংধনু এখন।

এখন আমি – আমার মতন ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract