গৃহবন্দীরা ঈশ্বর
গৃহবন্দীরা ঈশ্বর


হে গৃহবন্দী তুমি কি ঈশ্বর ?
তবে দুর্বিপাকের মনে তুমি আজও নশ্বর
কবিতা টা হঠাৎ আজ তোমার চোখে পরলো
তাইতো ভেবে আজ আমার মন ভরলো
ভাবছো এ কি ছন্দে কবিতাটা ঠাসছি
আমরা সকলে এখন এভাবেই ভাসছি
কবিতাটা পড়তে গিয়ে নিশ্চই হাসছো
কবিতা টা কে এতটাই ভালবাসছো ?
দুনিয়াটা ছোটো আজ তাই ফোন এ তেই কবিতা
আবার বড় হবে তাই সমসাময়িক সব ই তা
দুর্যোগের ঘনঘটা সব ই আজ আড়ালে
ঘরে বসে তুমি পাও সব নিজ হাত বাড়ালে
তাও দুনিয়াতে আনন্দ চেয়ে বড় কিছু আর ?
সুখে দুঃখ এ মিলেমিশে কাটিও কাজে আনন্দ আছে নেইকো দায়ভার