গর্বিতা
গর্বিতা
আমি জন্মদাত্রী-- আমি মা ।
আনন্দ-ক্রন্দনে সন্তানের পূজ্য প্রতিমা ।
আমি দেশ-- আমি জাতি;
এক করেছি আমি কৃষক, মজুর, তাঁতি ।
আমি উজ্জ্বল, আমি ভাস্বর;
আমি ভূমিকে করেছি উর্বর ।
আমি সবুজ-- আমি স্নিগ্ধ;
রুগ্ন সন্তানে বাঁচাতে দিই তারে দুগ্ধ ।
আমি শান্ত, আমি নির্মল;
ক্লান্ত সন্তানে আমি পেতে দিই কোল ।
আমি দুর্বার, আমি সাহসী;
আমি ফাঁসির দড়িতে ঝুলেও হাসি ।
আমি নির্ভিক, আমি দুর্জয়;
জয় ছাড়া আমি মানি না পরাজয় ।
আমি সহস্র, কোটি; শিখায়েছি সংহতি ।
সকল সন্তানে মোর এক মন্ত্রে ব্রতী ।
হঠাৎ আমার বুকের ওপর যে সোনার সম্পদে
রোপন করেছিল কর্মঠ সন্তানে, আজ এসে লম্পটে
লুঠে নিতে চায় - চায় ধ্বংসিতে আমারে ।
উন্মত্ত পশুর দল নাচে মোর দেহ 'পরে ।
আমার রোদে ভরা মাঠ, হাসিভরা ধান;
সবুজ গাছ লতায় ভরা আমার অরণ্য প্রাণ;
আগুনে জ্বালিয়ে, রক্তে ভাসিয়ে, তৈরি করিছে শ্মশান ।
বোমার ঘায়ের জোর কি এতোই, রাখবে না কারো প্রাণ ।
নির্ভিক করে গড়েছি আমি আমার সকল সন্তানে,
বীরপুঙ্গব সচকিত তারা, ভীত নহে কেহ মরণে ।
অনুপ্রবেশি শত্রুরা আজ হীন করিছে মায়ের মানে,
সন্তানে মোর ক্ষমিবে না আর,বাঁচবে না কেউ জনে প্রাণে ।
সবল মনের দুঃসাহসে করিবে যুদ্ধ জয়,
মায়ের সন্মান রাখার যুদ্ধে তারা আজ দুর্জয় ।
আমার দেওয়া অভয় মন্ত্রে সাহস পেয়েছে মনে,
সুমুখ সমরে আঘাত হানিয়া বিরোধিবে শয়তানে ।
সন্তানে আজ এক হয়ে প্রাণে দেয় মোরে বরাভয়,
সাহসী মনের বিক্রম দেখে গর্বিতা আমি তাই ।
