গ্রাম্য জীবন
গ্রাম্য জীবন
অনেক দিন হলো গ্রামের আলের পথ ধরে হাঁটি না।
দিগন্ত জুড়ে ফসলের ক্ষেত,গাছের সারি দেখিনা।
নিজেকে সেই সতেজ সবুজের মাঝে খুঁজে পাইনা।
ভাবনার অন্তরালে তাই হারিয়ে যেতে পারিনা।
কৃষকের হাসিমুখ খানি আর দেখতে পাই না।
সহজ-সরল গ্রাম্য জীবন আজ আর দেখা হয়না।
বিকেলের রোদেলা মাঠে বন্ধুদের সাথে খেলা হয়না।
তৃপ্তি ভরে আজ মাটির ঘ্রান নিতে পারিনা।
গ্রাম থেকে আজ সুদূরে শহরে করছি বসবাস।
অবাক বিস্ময়ে ভাবি কোথায় ছিল আমার বাস!
দেখবো কবে আবার নিজেকে সেই গ্রাম্য মেঠো পথে!
আবারও কি খোঁজে পাবো নিজেকে সেই সবুজ পরিবেশে?
