গো করোনা গো
গো করোনা গো
1 min
206
আমরা দাঁড়িয়ে আছি এমন একটি সময়ে
সবার সাথে মিলে মিশে সোশ্যাল থাকতে হয়ে.
জীবন কাটে মেশিন মত তিলে তিলে ক্ষয়ে,
এক সকালে কোথা থেকে করোনা দিলো উদয়.
যে যেখানে আছে তাকে থাকতে হবে সেথায়ে
বাইরে থেকে ঘুরে এলে হোম কোয়ারেন্টাইন রয়ে
বিভীষিকা জীবন যেনো লক ডাউন হয়ে
হাত ধুয়ে আর মাস্ক পরে করোনা রোধ করা যায়
ঘোর বিপদে মানব গতি সকাল-সন্ধ্যা ভয়
শরীর যদি খারাপ লাগে লুকিয়ে রাখা নয়
বারে বারে জল খাও,ইমিউন বাড়াতে হয়
সচেতনতা ও শৃঙ্খলাতায় আমরা করব জয়