STORYMIRROR

Nityananda Banerjee

Fantasy Inspirational Others

3  

Nityananda Banerjee

Fantasy Inspirational Others

ঘুমের দেশে

ঘুমের দেশে

1 min
214


শ্মশানের নীরবতা ভাঙলো চিতার ধোঁয়া ,

একটি পাখি তখনো জেগে অন্ধকারে একা,

চিতার তাপে শ্বসন ক্রিয়ার উষ্ণতম ছোঁয়া ,

 হৃদয় জুড়ে ভীড় করেছে স্বপ্নালোকের রেখা ।


তীব্র দহন অন্তরে যার মরুর মরিচীকার ,

গগনভেদী অস্তরাগে মন যদি যায় চলে,

ঘুমের দেশে ক্ষিপ্ত হওয়া লজ্জা বিভীষিকার,

স্বপ্নে জাগা লৌহপ্রতীম পাষাণও যায় গলে ।


মনশ্চক্ষে ভেসে আসে জীবন শেষের আশা,

তিলোত্তমা বসুন্ধরা করে না ত্যাগ সজ্জা,

শেষ শয্যার অন্ত চরণ শতেক অভিলাষা ,

নতুন রূপে গড়ে যেন দেহের অস্থি মজ্জা ।


দিনের শেষে অধিক রাতে নিদ্রাদেবী এলে,

স্বপ্নবিহীন শান্ত শরীর বর্জ্য করে গ্লানি,

কান্না ঘাম রক্তে ভেজা মনের চরণ মেলে ,

হর্ষ বিষাদ বিভেদ ভুলে করবে কানাকানি ।


রূপকথা নয়; নয়কো কোন রাজারাণীর গাথা,

অনিদ্রা, সুনিদ্রা এবং চির নিদ্রার দেশে ,

মানব জনম কর্মফলে বাঁধা দিয়েছে মাথা ,

ঘুমের দেশের ঘুমপরীরা আসে না ভালবেসে।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy