STORYMIRROR

Manik Goswami

Abstract Fantasy Others

3  

Manik Goswami

Abstract Fantasy Others

এলো রাত্রি

এলো রাত্রি

1 min
172


ধীরে ধীরে নামছে সন্ধ্যা ।

গোধূলির রক্ত মাখা রঙে

আকাশের মুখ লাল ।


দিবসের কর্ম সমাপন ।

নীড়ে ফেরার প্রতিযোগিতায়

বাড়লো কোলাহল ।


এগিয়ে আসছে আঁধার ।

অজানা ভয়ে শঙ্কিত তরু

নীরব গাছের ডাল ।


লাল মেঘ গেলো হারিয়ে ।

সূর্যদেব লুকোলেন মুখ,

ধেয়ানে গাভীর পাল ।


ঝিঁ ঝিঁ পোকার ডাক ।

শঙ্কাটুকু বাড়িয়ে তোলে

এমনি গানের তাল ।


জোনাকীরা জ্বালে আলো ।

ভাঙ্গিতে চাহিছে ক্ষুদ্রশক্তি

আঁধারের বেড়াজাল ।

দিবসের তেজ হারায়ে ধরণী

বরিছে রাত্রিকাল ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract