একটুখানি হাসো
একটুখানি হাসো
একটুখানি হাসো বন্ধু, একটুখানি হাসো,
স্বচ্ছ্ব মনে মানুষ জনে একটু ভালোবাসো ।
ভালোবাসতে চাওনি বলেই হারিয়ে গেছে হাসি,
অমলিন হাসি মলিন হয়েছে, চোখেতে বানভাসি।
আলোর হাসি বাঁধ ভেঙেছে, ধরায় উজল সাজ,
তোমার মনের আলোর রেখায় সরিয়ে দিও লাজ।
প্রশান্তি আনে জোছনার হাসি, ছড়ায় রূপালি আভা,
তোমার মুখের মধুর হাসি ফুটিয়ে তুলবে শোভা।
তুমি যদি হাসো বন্ধু, একটুখানি হাসো,
আমার মনের আবেগ বাড়িয়ে এবার এগিয়ে এসো।
গোমড়া মুখে থেকো না বন্ধু, দূরে সরে যাবে সবে,
একাকীত্বের বেদনা তোমার হতাশা বাড়িয়ে দেবে।
বিষাদ প্লাবনে ভাসে অশ্রুধারার ক্ষেদ,
দুখের পাহাড় বহুদিন জমে বাড়িয়ে তোলে বিভেদ।
চেষ্টা করেও তোমার মুখে যদি হাসির অভাব থাকে,
ভেঙে পড়ার প্রবণতা জাগে জলদ মেঘের ফাঁকে।
মনের ক্লেদে সরিয়ে রেখে নির্মল মনে হাসো,
পৃথিবীতে বাস সহজ করতে খুশির জোয়ারে ভাসো।
শ্রান্তি রবে না শরীরের মাঝে, মনেতে শান্তি আসে,
ঠোঁটের কোণে হাসির ছোঁয়ায় রং লাগে ভালোবেসে।
