একফালি রোদ্দুর
একফালি রোদ্দুর


খোলামেলা আকাশে নেই জমাট বুনন,
মেঘমমেদুরের চলাফেরায় ক্লান্তির ছাপ,
এখন ফেরার পালা।
মান অভিমানে প্ররোচিত হতে হবে না,
উজানে আর নাও ভাসাতে যাবে না।
সময়ের মাঝে অসীম তুমি,
একফালি রোদ্দুর,
এই বসন্তের ঝরাপাতায় উষ্ণ ছোঁয়ার আশ।
প্রান্তরের সীমাবদ্ধতা অফুরান।
শেষের পল বড্ড ক্ষণস্থায়ী!
এই শেষ আঁচটুকু থেকে আমাকে অব্যাহতি দিও না।
আজ অন্তত মুখটি ফিরিয়ে রেখ না।
ঝরা বসন্তে এই ছোঁয়ার অনুভূতির অনুরণন হৃদয়ে সাজিয়ে রাখতে চাই।
শুধু তোমার একফালি রোদ্দুরের সাথে!