একই পরিবার
একই পরিবার
ওরে আজ আয়, চলে আয় সকলে
দলে দলে,
বিষাদ ভাবনা ভুলে ,,
উদার অম্বর তলে,
আয় সকলে
আজ দলে দলে ,,
করি হৃদয়ে হৃদয় ঘনীভূত
মন্থন আজি করি ,গড়ল অন্তরে অমৃত ,,
হৃদয়ে আজি করেছি যে বীজ রোপণ
ভেদে এ পাষাণ হিয়া , ফুটুক পুষ্প
করে জীবন উৎভাবন ,,
সৌরভ তার ছড়িয়ে পড়ে, হবে চতুর পাশ একাকার
একই অঙ্গনে ফুটে হাজার প্রসূন , গড়বে তুলে একই পরিবার ,,
