একান্নবর্তী
একান্নবর্তী
এক আকাশের নিচে থাকা,
একই সাথে ওঠা বসা।
হোক না পথ আঁকা বাঁকা,
নেই তো কোনো হিসাব কষা।
ছোট্ট শিশুর জীবন খানা,
দশ হাতে কখন মানুষ হওয়া।
নিজের জন্যে ভাবতে মানা,
সুখে-দুঃখে হাসি মুখে সওয়া।
এক অন্ন, নেই থালা ভাগাভাগি,
ভালোবাসায় চলে সংসারে গাড়ি।
উৎসবে দশে মিলে কাজে লাগি,
এক পরিবার, ঠিকানা একটাই বাড়ি।
