একা
একা
একা আমি , একা তুমি
একা এ জগতের সবাই ,
এই জীবনের রঙ্গমঞ্চে আমরা
নানান অভিনয়ের হাতে জবাই ।
একা আসা, একাই চলে যাওয়া
বাকি সবটাই অভিনয় ,
জন্ম থেকে মৃত্যুর মাঝের জীবন
অভিনয় ছাড়া কিছুই নয় ।
তবুও আমাদের একাকীত্বে
ভীষণ রকম ভয়,
একাকী আসা-যাওয়ার দৈবছন্দে
একাকীত্বতা শ্রেয় নয় ।
