STORYMIRROR

Ahana Dasgupta

Classics

4.6  

Ahana Dasgupta

Classics

এক সুন্দর আলিঙ্গন

এক সুন্দর আলিঙ্গন

1 min
428


মৃদু হওয়া করে আলিঙ্গন

চলে যায় উড়ে ভেসে,

নেই তার কোনো পিছুটান

এই জগৎ সংসারে।


আমিও যদি হতাম বায়ু

করতাম গিয়ে তোমায় আলিঙ্গন

তখন কি করতে আমায়

লক্ষ্য তোমার দুই চোখে ?


বায়ু হলে বরং হতো ভালই

মানতে হতোনা কোনো বাধা,

ইচ্ছে হলেই পারতাম যেতে

তোমার কাছে আলিঙ্গন নিয়ে।


করে আলিঙ্গন তোমার থেকে

চলে যাবো দূরে আক্ষেপ ছাড়া,

মিলিত হবো আমার মতো

শান্ত কিচ্ছু বায়ুর সাথে।


সেই বায়ু যখন গড়বে উঠে

প্রচন্ড মারাত্বক এক ঝড়ে,

ধরবে সে যে উষ্ণ প্রকৃতিকে

হবে বিলীন চিরতরে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics