এক পশলা বৃষ্টি
এক পশলা বৃষ্টি
কখনো এক মুঠো রোদ ;
কখনো এক পশলা বৃষ্টি ,
লুকোচুরি যেন জীবন বোধ ;
মায়া ভরা দু'চোখের দৃষ্টি ।
খুলে রাখি হৃদয়ের দ্বার ;
যদি সেথা আসে আগন্তুক,
মরু তৃষা হবে ছারখার ;
ভস্মে ভস্মে ভরাইব বুক ।
ছেঁড়া জুতো কাদাবালি মেখে ;
গোড়ালিতে খেয়ে যায় চুমো ,
সাদাজামা কাদা দিয়ে ঢেকে ;
ডেকে বলে এইবার ঘুমো ।
মঞ্জরী ভরা কচি পাতা ;
ধুলো ঝেড়ে মৃদুমন্দ হাসে,
যত দুঃখ যত শোকগাথা ;
একবার স্মৃতি হয়ে ভাসে ।
কাক ভেজা কোন বালুচরে ;
মিটিমিটি চেয়ে থাকে চিল ,
এক পশলা বৃষ্টির আখরে ;
লিখে যায় যত গরমিল ।
দুপুরের তেতে যাওয়া রোদ ;
নিমেষে দমন করে ক্ষোভ ,
বৃষ্টিই তো আসামী খোদ ;
ধরণীর পরই তার লোভ ।
রোদ যেন অভিমানী তবে ;
কেন রেগে যাই বারবার ,
অহং কি চিরকালই রবে ;
ভানু তেজ চির অহংকার ?
বৃষ্টি নয়ন মেলে চায় ;
জ্ঞানবৃদ্ধ যেন কোন যোগী,
তপ্ত তাপস কেন হায় ;
করে ধরা মৃতপ্রায় রোগী ?
দেখ আমি কাঁদিয়াছি বলে ;
হাসে ধরা অখণ্ড সৃষ্টি ,
কয় ফোঁটা নয়নের জলে ;
ফিরিয়ে দিয়েছি তার দৃষ্টি ।
গোধূলির লাজ রাঙা ভানূ ;
মুখ ঢাকে পশ্চিমা পাড়ে ,
সেইতো এ' বিশ্বের কানু ;
প্রেম তার বৃষ্টিতে কাড়ে ?

