STORYMIRROR

koustav halder

Romance Classics Others

3  

koustav halder

Romance Classics Others

এক কাপ চা

এক কাপ চা

1 min
771

জেগে উঠেছে শিশিরে ভেজা ঘাস ফড়িং

গতকালটা পুড়ে গেছে আঁচের উনুনে।

সাইকেল যেই দিয়েছে ডাক ক্রিং ক্রিং

সকালটা আজ শুরু হয়েছে এক কাপ চায়ে।

রাস্তার মোড়ে ভিড় করেছে গরম চায়ের গন্ধ

রাজনীতিরা প্রশ্ন ছুড়েছে নেভানো অগ্নিবাণে।

পাগলটা আজ মিলিয়ে দিয়েছে নিরুত্তরের ছন্দ

কাপ গুলো করে ঠোকাঠুকি রবি ঠাকুরের গানে।

এক কাপ চায়ে, পার্কের বেঞ্চ। নীরব কবিতা।

দূরে ফুটপাত ।করে উপহাস ,একলা বসে আমি।

ফাঁকা ট্রাম। হাত ধরাধরি শ্যাওলাধরা জ্যোৎস্না,

দেরী হয়ে গেছে ।ছুটেছে ট্রেন হাওড়া-কালকা গামী।

এক কাপ চায়ে, হাজার চেতনা। জট পাকানো সুর,

রাত হবে আজ।মেটেনি তো কাজ।একটানা চলা শব্দ।

থামেনি চলা,মৃদু কথাবলা। গন্তব্য বহুদূর

চায়ে বিস্কুট হারিয়ে গিয়েছে।ভাই-বোনে তাই দ্বন্দ্ব।

ক্লান্ত শরীর। বিবর্ণ মন।শুকনো কালির কলমে

এক কাপ চা গলায় ঢালি লালচে মাটির ভাঁড়ে।

         


Rate this content
Log in

Similar bengali poem from Romance