STORYMIRROR

koustav halder

Abstract Fantasy Others

3  

koustav halder

Abstract Fantasy Others

সীমারেখার অনুতাপ

সীমারেখার অনুতাপ

1 min
214

আমি দেখেছি,

        ধূসর মৃৎপ্রদীপের নগ্ন আলোয়

        তোমার শরীরে আঁচড়ের দাগ,

        বিবস্ত্র উল্লাসের দুঃখ,

         ছিন্ন দেহের উন্মাদনা,কন্টক লতায়।

আমি শুনেছি,

         সেই শব্দভেদী বানের শব্দ,

         জ্বলন্ত আগুনের গর্জন,

         রাতজাগা বর্বর চোখের

         অসভ্য বাক্য।থ

আমি পড়েছি,

        মাস্তুলে চাপা পড়া জাহাজের স্বপ্ন,

        মৃত পাখিদের রক্তে লেখা

        চিঠির পাহাড়।

        ক্রন্দনরতা জননীর সুখের গল্প।


  কিন্তু আমি কিছুই করিনি,

শুধু কেঁদে গেছি।

তবুও কেও শোনেনি ,আমার চোখের জলের ডাক।

ওরা মুছতে দেয়নি,

কাঁটা তারে জমাট রক্তের দাগ।


      



Rate this content
Log in

Similar bengali poem from Abstract