সবুজ নিয়ন বাতি
সবুজ নিয়ন বাতি
জ্বলে উঠুক সবুজ নিয়ন বাতি
রাত্রির ক্ষুধার্ত অন্ধকারে আবার,
হারিয়ে যাক তোমার চোখের কালি
জেগে উঠুক ঘুমন্ত যাযাবর।
পথ দেখাক ওই একা মেয়েটিকে,
যে জানেনা চোরাবালির গভীরতা,
মৃদু স্বরে বলুক তার কানে কানে
এসে দাঁড়িয়েছে ক্ষুধার্ত মারিয়ানা।
সবুজ নিয়ন আলো ভেসে যাক
স্তব্দ্ধ ওই নির্জন দ্বীপে,
যেখানে ভেঙেছে মায়ের শোক
হাসছে মৃত ছেলের পাশে বসে।
জ্বলে উঠুক সবুজ নিয়ন বাতি
জেরুজালেম-এর হারাম-আল-সরিফ-এ,
ধর্মরা সব আন্দোলনে নামুক
ভেঙে দিক সব ধর্মীয় সীমানাকে।
মিশে যাক সবুজ নিয়ন আলো
বায়বীয় সাদা কুয়াশার সাথে,
উড়ে যাক ক্ষুদ্র ধূলিকণা
নগ্ন ফুট'পাতের দেহ হতে।
জানি মিথ্যে সব। কল্পনা শুধু আমার,
তবুও,সবুজ নিয়ন বাতি জ্বলে উঠুক বারবার।

