তুমি কে...?
তুমি কে...?
হে প্রতীপদর্শিনী তুমি কে..?
বারবার তুমি ডাকিছো আমারে
এসে দাঁড়ায়েছ মনের দুয়ারে,
ভাসায়ে লয়েছো
বিরহের সাগরে।
তোমার কোমল ছল ছল চোখে
দেখিতে পাই আমার প্রতিচ্ছবি,
সাজিয়েছো যতনে প্রণয়ের আসনখানি।
কেমনে বেঁধেছো
কোন মায়ার বাঁধনে।
কেমনে রচিছো ছলনার জাল চারিপাশে,
দাঁড়ায়াছি তুমি আমি একসাথে,
স্তব্দ্ধ মেদিনী ,নীরব প্রভাতে।
তুমি মারিছো
মোরে ,প্রেমের দংশনে।
হে নারী তুমি কে...?

