STORYMIRROR

koustav halder

Fantasy Inspirational Others

3  

koustav halder

Fantasy Inspirational Others

একা মনের বিলাপ...

একা মনের বিলাপ...

1 min
268

শেষ‌ ট্রেন, বসে আছি আমি একা

নীলচে পরীরা নিয়েছে পিছু, উড়িয়ে বাজের ডানা।

একা রাজপথ। সাজানো রক্ত জবার মালা

বলির দিকে এগিয়ে চলেছে প্রজাপতির গলা।

মৃত শহরে আমার শুধু প্রেমের লুকোচুরি

রক্তের দাগ শুকিয়ে গেছে, ক্ষুধার্ত ধারালো ছুরি।

ছেঁড়া ওড়না বুকে নিয়ে তুমি স্ট্রীট লাইটের নীচে

নীলচে ছবির জলরঙে আমি তোমাকে ভালোবাসে।

ফেসবুকের ওই একটা স্ক্রোলে হাজার দুঃখ ভরা

মনের দুঃখ টপকে গিয়েছে অনলাইনের বেড়া।

ভুল আছে।সাজা আছে বাকি,

একলা জীবনে নীরবে নিভৃতে এইখানেতেই থাকি।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy