এই তো আছি বেশ
এই তো আছি বেশ
এরচেয়ে ভালো থেকে বলো লাভ কী আমার?
বলো কী দরকার ভবিষ্যতের ভাবনা ভাবার,
স্বপ্ন দেখা ছেড়ে স্বাভাবিক হলেই বা কী হবে?
তারচেয়ে যেভাবে যাচ্ছে জীবন-
সেভাবেই যাক না বয়ে বিরুদ্ধ স্রোতে;
জেগে থাকা রাত, আধখাওয়া চাঁদ, একটু
প্রেমের সাধ-
এই তো আছি বেশ,
বেশ তো জীবনটা যাচ্ছে কেটে,
রাতের নিয়নমায়ায় একলা হেঁটে ...

