STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Tragedy

4  

Partha Pratim Guha Neogy

Tragedy

এই মিথ্যে বলার শহরে

এই মিথ্যে বলার শহরে

1 min
280

এ যেন এক মিথ্যে বলার শহর,

যেন সব মিথ্যে অভিনয়ের অপেক্ষা আমার জন্য 

সব যেন আমায় দূরে সরানোর প্রচেষ্টা।

কি চাও বন্ধুরা ?

এই মিথ্যের শহরে মিথ্যের ভালোলাগা, ভালোবাসায় ভালোথাকা?

আর কতদিন মিথ্যের দুনিয়ায় অপেক্ষা করব অন্ধর মত?

বন্ধু, ইচ্ছে করে না সত্যিকারের পাখি হয়ে উড়ে বেড়াতে?

তোমার কি ইচ্ছে করে না ঘনবর্ষণে প্রেমিকার হাত ধরে ভিজতে?

বন্ধু,তোমাদর কি এই সাদা কালো অন্ধকার থেকে বেরিয়ে এসে রামধনু ছুঁয়ে দেখতে ইচ্ছে করে না?

তোমার এই প্রেমিক হৃদয় কি এতটুকুও শব্দ করে ওঠে না?


প্রার্থনা - ভালো থেকো তোমরা এই মিথ্যের শহরে,

একদিন হয়ত কেউ সত্যের আলো হয়ে বেরিয়ে আসবে।

চিৎকার করে বলে উঠবে, আর কত আর কত মিথ্যে বলার পরে আমাদের জ্ঞান ফিরবে?

সেদিন ঠিক তোমরা আমাকে লেখক বলে মানবে।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy