STORYMIRROR

Manik Goswami

Drama Inspirational

3  

Manik Goswami

Drama Inspirational

এগিয়ে এসো

এগিয়ে এসো

1 min
237


এমন একটা সময় ছিল তখন,

সংস্কারের দোহাই দিয়ে যখন

মৃত স্বামীর চিতায় সতী করেছো কিশোরী মেয়েকে,

স্বপ্ন গড়তেই দাওনি তাদের দুচোখে |

কোমলতার সুযোগে জীবন ভরেছো অত্যাচারে,

পুরুষ শাসিত সমাজে নারী বঞ্চিত অধিকারে |

সময় পাল্টে গেছে, বদলে ফেলো নিজেকে;

সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে দিও তাকে |

বাহ্যিক পোশাকে হয় না মনের প্রকাশ,

শুদ্ধ করো চিত্ত আর কলুষতার নিকাশ |

আটকে রেখো না আর নিয়মের বেড়াজালে,

আশ্রয় দিও একই সমাজের বিশাল ছত্রতলে |

ভালোবাসা হোক ধর্ম তোমার, ব্যবহারে পরিচয়;

জীবে প্রেম হোক পরম লক্ষ্য, মানের হবে না ক্ষয় |

প্রসারিত হোক মনের আঙ্গন, হৃদয় সাগরে দয়া;

ভেদাভেদ ভুলে বাড়ায়ে দিও উদারতার ছোঁয়া |


Rate this content
Log in

Similar bengali poem from Drama