STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Inspirational Others

3  

শিপ্রা চক্রবর্তী

Inspirational Others

দয়ারসাগর-বিদ‍্যাসাগর

দয়ারসাগর-বিদ‍্যাসাগর

1 min
211


সর্বকালের সর্বশ্রেষ্ঠ তুমি হে...

দয়ার সাগর,

তাইতো তোমার নাম বিদ‍্যাসাগর।

প্রত‍্যেক নারীর জীবনে

তুমি সত‍্যি কারের ঈশ্বর,

তোমার জন্য খুলেছে

নারীদের ভাগ‍্যের দ্বার।

নির্মম অত‍্যাচার আর নির্যাতনের

হাত থেকে নারীরা পেয়েছে মুক্তি,

অক্ষর জ্ঞান, শিক্ষা গ্রহনের মাধ‍্যমে

তুমি নারীর হৃদয়ে জাগিয়ে তুলেছে

উজ্বল জ্ঞানের আলোয় ভরা

অপার শক্তি।

শিখিয়েছ অন‍্যায়ের প্রতিবাদ করতে,

পুরুষতান্ত্রিক সমাজে নারীর

অধিকার বজায় রাখতে।

নারীদের ছিলনা কোন সম্মান

তৎকালীন সমাজে,

তুমি নিজের জীবনকে উৎসর্গ

করেছিলে সমাজ কল‍্যানের কাজে।

তোমার চিন্তা ভবনা ছিল সমস্ত

মানুষের ভাবনার উর্দ্ধে,

প্রথম তুমিই দাঁড়িয়েছিলে নারীদের

হয়ে সমস্ত সমাজের বিরুদ্ধে।

সবাই করতে চেয়েছিল তোমার বাকরুদ্ধ,

সব কিছুকে পিছনে ফেলে তুমি

চালিয়ে গেছ তোমার কঠিন যুদ্ধ।

মুখবুজে সহ‍্য করেছিলে সমস্ত

অপমান, অসম্মান, অবহেলা,

সেই তুমিই শেষ পর্যন্ত অর্জন

করেছিলে বিজয়ের মালা।

অন্ধবিশ্বাস আর কুসংস্কারের

কঠিন বেড়াজাল ছিন্ন করে

সমাজকে করেছ মুক্ত,

চারিদিকে ছড়িয়ে দিয়েছ

উজ্জ্বল আলোর দীপ্ত।

তুলনা হয়না সমাজে তোমার অবদানের,

তোমার জন‍্য আজ নারীরা অধিকারিনী হয়েছে সমাজে যোগ্য সম্মানের।

তোমার আলোর জ‍্যোতি ছড়িয়ে

আছে সূর্যের মত দিকে দিকে,

তুমি চিরজীবি হয়ে আছো

সকলের অন্তর মাঝে।




Rate this content
Log in

Similar bengali poem from Inspirational