দুর্গাপুজো - শারদ সংখ্যা
দুর্গাপুজো - শারদ সংখ্যা


কাশ ফুলের গন্ধে
চারিদিক ভর ভর,
আশ্বিনের বাতাসে,
ভাসে কাঁসরঘন্টার শব্দ,
অসুর বাবাজি বেশ জব্দ।
নীল আকাশের বুক চিরে,
মেঘ কয়---- পূজো এসেছে,গো পূজা এসেছে,
মা দুর্গার আগমন ঘটেছে,
মহালয়ের দিনে চক্ষুদান হয়
ষষ্ঠীর দিনে মায়ের বোধন হয়
সপ্তমীতে মা খুশিতে নাচে,
অষ্টমীর দিনে মা অঞ্জলিতে থাকে।
নবমীতে মায়ের খুশি সপ্তমে থাকে,
দশমীতে মায়ের মন অশ্রু জলে ভাসে।
একাদশীতে মা আমাদের হৃদয়ে থাকে,
দ্বাদশীতে তাই আমরা বলি,
মাগো আসছে বছর আবার হবে।